I সূর্পনখা I


অনার্য মেয়ের সাহস দেখো, সরাসরি এসে,
পুরুষকে সে বলতে পারে,  ' দেখো ভালোবেসে',
তার ওপরে পুরুষটিও যে কে সেই নাকি,
বিপদআপদ হলে আজও সে নাম ধরেই ডাকি
( যদিও আজ ব্রাত্য সে নাম শিশুপাঠের বইয়ে,
যাক সে কথা, গল্প যাবে অন্য দিকে বয়ে)
তেমন পুরুষ,  তাকে কিনা বলা ভালোবাসি!
 দলিত মেয়ের গায়ে আগুন কিংবা ফাঁসি
হয়েই যেতো এযুগ হলে। উঁচু এবং নিচু জাতে
সমস্যারা আজও বহাল বহাল তবিয়তে,
ফারাক আজও বেড়ে চলে আরক্ষণে ভুগে 
ত্রেতার থেকে সময় শুধু গড়ায় কলিযুগে।
এই দেখেছো, ধান ভানতে গাইছি শিবের গীতি
বয়েস হলে গল্পে থাকে খেই হারানোর রীতি,
মাফ করে দাও।  সেই মেয়েটার গল্প চালু থাক, 
সরাসরি রামকে যে মেয়ে দিলো প্রেমের ডাক।
হতেই পারে, রাজকুমারী প্রেমের তীব্রতাতে,
মাতেননি তাঁর  নারীসুলভ সরম ভণিতাতে।
তাই বলে সে প্রেমের এমন চরম প্রত্যাখান?
 নাক কাটবে নৃশংসতায় আর্যবীরের বাণ?
সাড়া যদি নাও তিনি দেন বেমক্কা প্রস্তাবে 
এড়ানো কি যেতো না তা  অন্য  কোনো ভাবে ?
 নেহাতই যে রাক্ষসী সে , সেই  পরিচয় দোষে 
পুরুষোত্তম নারীর প্রেমের শিক্ষা দিলেন কষে 
ভাই রাবনের সহ্য  হয়নি বোনের অপমান 
তার পরে যে কি হলো তা জানা উপাখ্যান 
একটি শুধু গল্প থেকে তথ্য আসে উঠে 
সীতার কোনো হয়নি ক্ষতি প্রতিশোধের চোটে 
ভয়ঙ্কর সে শাস্তি বিধান প্রেম জানাতে চেয়ে 
সূর্পনখার মতো  আজো কাঁদে দলিত মেয়ে |


আর্যতীর্থ