।শিলমোহর।


শিলমোহরের হাতকড়াতে পড়লে বাঁধা প্রেমপিরিতি
মন দুটোতে গেঁথে বসে বাধ্য প্রেমের চলতি রীতি।
শুভঙ্করী আঁকের ফাঁসের সমাধানে আটকে গিয়ে
শিলমোহরে প্রেম পলাতক চুপিসারে জানলা দিয়ে।
সোহাগকথার বকমবকম যায় হারিয়ে রান্নাঘরে,
প্রেমের গতি নিম্নগামী আকাশছোঁয়া বাজারদরে।


তার মানে কি শিলমোহরই ছদ্মবেশে প্রেমের কাতিল?
আইনমাফিক আদর করায় বেহিসেবী রোমান্স বাতিল?
চারখানা চোখ মিললো যদি কোনো সুতহিবুক যোগে,
অমনি জীবন ভুগতে থাকে স্বল্পপ্রেমের গুপ্তরোগে?
প্রেমের যত কল্পকথা পড়লে পরেও তেমন লাগে
প্রেমের যত পাগলামিদের গল্পরা সব বিয়ের আগে।


শিলমোহরের অনেক কিছু বলার আছে তার তরফে
তার নামে সব গল্প ছাপা হচ্ছে ভারী ভুল হরফে।
আমরা সবাই দাগ টেনেছি ওই ওখানে প্রেমের লাইন
লাল গোলাপ আর হার্ট ইমোজি, মোমবাতি রাত, ভ্যালেন্টাইন।
সেটাই কি সব? সাপটে চুমু জাপটে ধরে বেঠিক সময়?
মাঝক্রিকেটে রিমোট বদল, সেটার মানে প্রেম বুঝি নয়?
শুধুই কি আর সোহাগশেষের তৃপ্ত মন আর শ্রান্ত দেহ?
সেটাও তো প্রেম, ছোট্ট ফোনে ধমকে বলা ওষুধ খেও।


চপলতার পাগলামিকে খুঁজছো কেন অমন করে?
প্রেম তো থাকেই, একটু শুধু ধাঁচ বদলায় শিলমোহরে।


আর্যতীর্থ