। বোকা বোকা প্রশ্নরা।


ঈশ্বর কখনো আমায় এসে প্রশ্ন করেননি
( এমন কি স্বপ্নে এসেও বলেন নি তা) , 
বাছা, তুৃমি ভগবান, গড বা আল্লাহ,
কার পদে নোয়াও হে মাথা?
অথচ রোজ আমায় প্রশ্ন করেছে মানুষ,
ওহে, তুমি কোনদিকে মুখ করে প্রার্থনা করো?
মোটা ঘটে আরো স্থুল প্রশ্নরা ঘোরে,
মানুষ কি তবে ঈশ্বরের চেয়েও বড়?
যে লোকটা পুবদিকে জোড়াসনে বসে,
যে লোকটা পশ্চিমে প্রার্থনারত,,
দুজনের প্রার্থনা এক না আলাদা
কেউ যদি বলে দিতো বড় ভালো হত।
রোজ খবরে খুঁজে দেখি ভালো করে
ধর্মমুখপাত্ররা কেউ  যদি মিডিয়াতে দাবী রাখে,
ঈশ্বর বা তাঁর কোনো খাসদূত এসে,
গোপনে শিখিয়েছেন বোমবাঁধা পদ্ধতি তাকে
আমার জানার ইচ্ছে জাগে বোকার মতো,
ভিনধর্মী মাথা কাটার আগে জল্লাদ করে যে চিৎকার 
যদিও তাতে তার ইষ্টদেবতার নাম উচ্চারিত হয়,
তবুও, তাকে কি প্রার্থনা বলবো না রণহুংকার?
যে লোকটা মরে যাবে নিশ্চিত জেনে নতজানু,
অন্তিম মুহূর্তে সে জপে কোন নাম, যদি জানা যেতো,
বাবা মা,প্রিয়তমা, সন্তানের স্মৃতিদের কাছে,
বারে বারে ঈশ্বর হেরে যাননা তো?
আশা রাখি কোনোদিন এই সব বোকা প্রশ্নরা,
মুছে যাবে পেয়ে যাওয়া নির্ভীক উত্তরে,
সে উত্তর কে দেবে?স্বয়ং ঈশ্বর না ঈশ্বরের সন্তান?
আবার নতুন করে প্রশ্নরা ঘোরে...


আর্যতীর্থ