I রঙের বাড়ি I


ভুল ঠিকানায় যাচ্ছো সাঙাত,রঙের বাড়ি হাদিকপানে ,
এই শহরে রঙের হদিস মিলবে না তা কে না জানে!
এখানে রঙ দেয়াল জুড়ে , সেটাও আবার কর্তাভজা 
অন্য কোনো রঙ দেখালে ,দরজা দেখায় সটান সোজা 
এই শহরে রামধনু নেই , সবকটা রঙ একলা বাঁচে 
ভিন্ন রঙের জেহাদি সব , রং দেখাতে তৈরী আছে I
আগে  ছিলো লালরঙা সব ,অন্য রঙের ঢোকা বারণ 
নীল আর  সাদা মালিক এখন ,শহরবাসীর বিপত্তারণ 
ফুট কেটে যায় গেরুয়ারাও , উঠতি দাবী নতুন যুগে,
রঙের লড়াই চলছে পথে , গোটা শহর মরছে ভুগে 
সাঙাত তুমি বড্ডো বোকা ,এখানে রঙ খুঁজতে আসো ,
রঙকানা এই আবহাওয়াতে ধূসর দেখায় সবুজ ঘাসও 
রঙের বাড়ি হাদিকপানে , ওই যেখানে গাছগাছালি ,
বনে বনে বসন্ত দেয় উপুর করে রঙের ডালি 
ওখানে কেউ রংকানা নেই ,সব রঙেদের একই আদর ,
পলাশ দেবে লালের তিলক , রাধাচূড়া হলুদ চাদর 
ওরা ভেবেও দেখবে না হে ,এসেছো কোন রঙের খোঁজে 
দেখিয়ে দেবে রঙের সাকিন , বিনা জেরায় খুব সহজে 
ফাগুয়াতে খেলবে বলে খুঁজতে এলে রঙের বাড়ি ,
শহর পানে  হাঁটো যদি , বুঝবো তুমি খুব আনাড়ি 
গাছের কাছে যাও হে চলে , রঙের হদিশ তারাই জানে 
এই শহরে এসছো কেন , রঙের বাড়ি হাদিকপানে I


আর্যতীর্থ