রক্তে কিনেছি স্বাধীনতা
আকাশ সমান দাম
নয় মাসের যুদ্ধে পেলাম
আপন ভূমির নাম।

যুগে যুগে ভিনদেশী শাসন
অধিকার শোষণে,
বাঙালির হারায় অধিকার
শিক্ষা চাকরি রেশনে।

নয় মাসের লড়াই শেষে
রক্ত ঝরলো কতো,
মায়ের বুক খালি করলো
হানাদার শতো শতো।

যুদ্ধ শেষে দেশ পেয়েছি
স্বাধীন মাতৃভূমি
বীর যোদ্ধাদের উপহার
সেই পতাকা চুমি।