ভালো থাকুক শ্রাবণ,
হৃদয়ের প্লাবন,
তোমার আগমন
তোমার আকাশে তপন।

টলমলে নদীর জল,
ঘড়ির কাঁটা অচল
পাখির দল বিফল,
মুছুক দুঃখ সকল।

ভালো থাকুক মেঘের দিন
কঙ্কালের স্তুপ প্রাচীন,
শেয়ালের দল স্বাধীন,
পথিক পুরোনো অর্বাচীন।

ভালো থাকুক,
পৃথিবীর বুক
কঙ্কালসার দুখ,
বসন্ত নামুক।


[তপন শব্দের অর্থ:সূর্য,মিহির,রবি]