পায়ে ফুটবল
হেসে খলখল
ছুটছে দলবল
কে যাবি চল।

দুপুর বেলা
ক্রিকেট খেলা
কাঠের ভেলা
চার ছক্কার মেলা।

পাখির কলরব
গরু মহিষ সব
সাঝে মধুর রব
এইতো শৈশব।