প্রশ্ন উঠেছে চেতনার গহীনে
নিকষ আঁধারে আহবান জানিয়ে
ভোরবেলায় ডেকেছে কে কবে?
হাত বাড়িয়ে আকাশ ধরি
ইচ্ছেমতো স্বপ্ন আঁকি।
দেয়ালে পৃথিবীর ছবি ভাসে
বিচরণ করে বিদগ্ধ প্রাণ।
অদেখা জগত থেকে বাস্তবে ফিরে
তোমার-আমার পরিচিত মুখ!
অস্পষ্ট কায়ায় আচ্ছাদিত সত্তার
খোঁজ মেলেনি হারিয়ে যাওয়া ক্ষণে
দৃষ্টিভ্রম এ দু'চোখ তোমার সম্মুখে।
তাই আমি দেখেছি-
আমাদের স্মৃতিরা বাঁচে,
আমাদেরই ভেতরে।