ঝরা পাতার মাঝে নিজেকে হারাই
আগুন জ্বলছে চারিদিকে!
তীব্র আলোর বিপরীতে,
একরাশ অন্ধকার।
তোমাকে দেখতে পাচ্ছিনা,
আমাকে খুঁজে পাচ্ছিনা।
পোড়া শরীরের ছাই
এদিক-ওদিক উড়ছে,
আমার রক্ত ঝরছে
রাত-দিন বিরামহীন।
এ বসন্ত চাইনা!
চাই তৃষ্ণার্ত ঠোঁটে
শীতল জলের স্পর্শ।
আমার দেহের ভেতরে
বৃষ্টির শব্দ শুনি
কান পেতে রই,
ঘুমিয়ে যাই।