এড়িয়ে না যাওয়া ওই দৃষ্টি আকর্ষণ করে
তীব্র করাঘাত গড়ে ব্যথার জমাট পাহাড়!
সচকিত হই তবুও গাঢ় সৌন্দর্যের আঘাতে
প্রাণ ফিরে পায় তৃষ্ণার্ত পথিকের চেতনা।
প্রবহমান নদীর দেহ যেন প্রেয়সীর অবয়ব!
যৌবনের জোয়ার প্লাবিত করেছে দু'কূল।
এ নয় উত্তাপ এ যেন গভীর সন্তাপ!
নিয়ত ক্ষয় হয়ে যাচ্ছি নদীর পাড়ে দাঁড়িয়ে
তার প্রাণঘাতী সৌন্দর্যের লীলাভূমিতে।
কিভাবে সে ধারণ করে বিশাল ঐশ্বর্য!
প্রত্যক্ষদর্শীর নিকট অজানা সে উত্তর।
আমি আহত দেহে ক্লান্ত চোখে ঘুমিয়ে যাই
জেগে দেখি উত্তপ্ত মরুতে মিশে গেছি কবে!