ওরা আজও সেই আঁধারেই রয়েছে
সমাজ থেকে বহু দূরে
ওদের স্বপ্ন গর্ভেই মরে ব্যার্থ করুণ সুরে ।
শিক্ষা ওদের সঙ্গে নেই,
নেই বর্ণের মেলা।
কুসংস্কার ওদের নিত্য সঙ্গী
সঙ্গে সমাজের অবহেলা ।
ঠঁকবাজ আর জোয়ারদারে ওরা অসহায় ,
ওদের নতুন পথ দেখানো সমাজেরই দায়।
চলো তাই আজ এক হয়ে
সংকল্প করি মনে


নিরক্ষর আর কেউ রইবে না
ওরাও এগোবে আমাদের সনে সনে।
কাঁধে কাঁধ রেখে আমরা এগোবো,
করবো সমাধান
নিরক্ষর মুক্ত দেশ গড়বো
তবেই দেশের সম্মান ।