বন্দী থেকে থেকে অতলের স্বপ্ন ঘাটি
যদি কিছু খুঁজে পাওয়া যায়
হোক আসল কিংবা নকল,
বাহারি রঙের ছোঁয়ায়
স্পষ্ট করে দেখার আশা।


এ খুব সহজ কাজ নয়
স্পষ্ট করে দেখার আশা,
বলো কজনের বেঁচে থাকে আশা
যখন রঙিন দিনের চাওয়া প্রকট হয়?
বাস্তবতাকে ঘৃণা করো, আর
যদি বলি যুদ্ধে যেতে হবে
তবে কার পক্ষ নেবে?


স্বপ্নের হয়ে রক্ত খোয়ালে কি পাবে বলো!
স্বপ্ন যদি বাস্তবতার লোভ দেখিয়ে দলে ভেড়ায়
ঘোরপ্যাঁচে দল বদলে
তুমি যে হেরে যাবে।