মানুষ,  রক্তের মতো হিংস্র
হাজারো কাল পেরিয়ে বর্তমানে এলে
তবুও মাথা উঁচু করে বলে, মানুষ!  


আমাদের রনাঙ্গনে কোনো ইতিহাস নেই
সত্যকে জাগ্রত করার কোনো প্রয়াস নেই,
রাতের অন্ধকারে কত কি লুকানো যায়!
নারীর আবেগ, পঁচা রক্ত, শিশুর মৃত দেহ
তবু আমাদের এই দুঃস্বপ্ন ঢাকা যায় না।
রাস্তার পাশে বটবৃক্ষ বলেছিল,
হে ফুল তুমি জাতির চেতনা হয়ে ফুটে ওঠো
একটি ফুল,
সে মাটির কাছে জানতে চায় তার পরিচয়
শত প্রজন্ম দেখা মাটি উত্তর খোঁজে শিকরের কাছে
অবশেষে বলে,
যেদিন আমার গায়ে রক্তের ছিটে পরবে
সেদিন তোর সুন্দর একটা নাম রাখবো।


প্রতিশ্রুতিগুলোও বহু পুরোনো
এখন আর কেউ ফিরে তাকায় না
ধরে নাও, সময়ের সাথে ঝরে পরাই নিয়ম।