আমি সে কি দেখেছি
ভাবনায় আকাঁশষ্পর্শী চেতনাযুক্ত
শিহরণী প্রতিমার প্রতিরুপ,
অশ্রুভরাক্রান্ত নীলাদ্রীত অনুরাগের দুই'চোখঁ
বেদনা"বিহনে সর্ব'হাস্যময়ী নব'জাগরিত চিরবসন্ত'বিভোর মায়া'মোহিনীর মুখ
নিঃসন্দেহে
তাহার হৃদয়ে বহিছে ঝড়ো-হাওয়া
এলোমেলো করে সকল সপ্ন-বাসনা
সহস্র'বিষাদ"ভোগী
তবু হেসে চলে নিরবধী
হেসেঁ করে আলাপন
লুকায়ে মনের সকল জ্বালাতন।
কাছে থেকেও দিশাহারা
আলোকবর্ষ'সম সীমারেখা
হৃদয়ে টানা ছায়ারেখা
রুপে স্বরুপে অপরুপা
দূর মহাকাঁশের নীহারিকা
মহাকালের স্রোতের বেগে
খরস্রোতাশ্রয়ী সুপ্তকল্পধারায়
সজ্জ্যে দাও আজ সর্বসজ্জ্যকল্প।
ঘূর্ণায়মান ধরণীর সৃজনশীলতায়
নব-দৃষ্টির চেতনায় চিরশোভাভরে
সৃষ্টি সুখের উল্লাসে
মধু-মালতীর মনোমুগ্ধ গন্ধে
জীবনের বিষাদ যাতনা ভূলে
তরঙ্গায়িত অনুতাপের জরাজীর্ণতার গ্লানিমূছে
অনুভূত ভাললাগার স্ব-স্পন্দনে
আমার ভূবনে মহিয়সী রুপে
মনের মাধুরি মেশানো রঙে
বিকশিত করো বিকিরিত কিরণে
অলংকৃত করো অনুভবের আসন।
অভিমানের মৃদু হাসির সোপানে
সাজাও যুথিঁকাময় সপ্নতাজ-মহল
দীপ্তিময় আলোকের আলোড়নে
এসো গড়ে তুলি ইতিহাস
ভীবিষিকাময়ী স্বপ্নকে রুপান্তর করি
নবসুখসমৃদ্ধ চিরসুধাময়ী সুবাস্তবে।