স্বপ্ন দেখি স্বপ্ন
নতুন নতুন স্বপ্ন,
স্থায়িত্বের স্বপ্ন
কাছে পাবার স্বপ্ন
নতুন প্রাণের স্বপ্ন
নতুন গানের স্বপ্ন
দিন বদলের স্বপ্ন।
য স্বপ্নে আকাশ পাড়ি
যে স্বপ্নে চাকার গাড়ি,
যে স্বপ্নে এলো আলো
সেই স্বপ্নের স্রোতে ভাসি,
যে স্বপ্নে নতুন আঁশা
বাস্তবতার বীজ বোনা
আজকের আমিকে মেলায় ভালো।
সে স্বপ্নেই বিশ্বাস করি
সেই স্বপ্নেই বেচে আছি
সে স্বপ্নেই ভালোলাগা
সেই স্বপ্নেই ভালোবাসা।
গভীর চিন্তার সম্প্রসারণে
সার্থক হবে স্বপ্ন চিন্তা,
সফল হবে সকল স্বপ্ন
শ্রেষ্ঠ হবে স্বপ্ন স্রষ্টা
সুফল পাবে উত্তর সূরি।


ধ্বংস নেশার শ্রেষ্ঠ স্বপ্নে
ভাঙতে পারে সভ্য সমাজ।
নিত্য দিনের সকল কাজে
গভীর প্রজ্ঞার প্রয়োগ চাই,
যখন যেমন হতেই হবে
তখন তেমন হওয়া চাই।
প্রতিকারের প্রয়োজনে
প্রতিরোধের দায়িত্ব জ্ঞানে
সর্ব প্রাণের  ভাবনা লোকে,
শুভ্র প্রেমের সঞ্চয় করে
স্বপ্ন সুখের মূর্ছনায় ভরা
যোগ্য প্রাণের মূর্তি চাই।
ঐশী শক্তির সুবিস্তারে
শ্রান্ত করে সকল হৃদয়,
যুগান্তরের নেশায় মেতে
অমর হওয়ার আশা চাই।
আকাশ ভরা তারার মত
স্বপ্ন তারার মেলা চাই,
সফল স্বপ্নের সন্নিবেশে
আলোয় ভরা ভূবন গড়ে
অমর কীর্তির সাধ্য চাই।
সেই স্বপ্নের নির্বাণ চাই
যেই স্বপ্নে প্রজ্ঞা নাই।