জানিনা কোন অভিমানে,ঝরছে শ্রাবণ ধারা
কিসের নেশায় পাগল তুমি,একাই আত্মহারা ।
সুখের খোঁজে,মনের দেশে কেন দিলে পাড়ি?
বুঝলেনা তুমি ভালবাসা,অবুঝেই দিলে ছাড়ি।
পরাগ পেলে,পেলেনা ভ্রমর,মিছে মনের মেলা
সুখের খাঁচায় শুধুই পাবে,কালো মেঘের ভেলা।
কতোটা ভালবাসে সে তোমায়?বুঝেছ কি সদ্য
দেবদাস হয়েছি আমি, তাই,প্রেমি হয়েছে মদ্য।
কোন অভিশাপে কাঁদালে তুমি,কিবে ছিল কম
এই ধরাতে কাঁদবো বলেই,নেয় না আমায় যম।
বহু বছর দেখিনি তোমার, কালো হরিণ চোখ
না পাওয়ারই যন্ত্রনাতে , হৃদয় ভরায় শোখ ।
তুমি নেই বলে,ঝরে গেছে সহস্র কাঁচা পাতা
তাইতো এখন ভিজছি জলে,নাইকো কোনো ছাতা।
যত দিন বেঁচে থাকবে তুমি,থাকবো স্মৃতি নিয়ে
সুখের কথা বলব কারে?যন্ত্রনা ঢাকবো কি দিয়ে।
শূন্য বাগান,শূন্য মনের মেলা,কেউ করেনা খেলা
স্মৃতির ধূলায় আবৃত আজ,চলে গেছে সারা বেলা।
শহরের নিত্য খেলায়, সংসারের মেঘ ঘনিভুতো
খুজেছি অনেক! পায়ে কড়া, তাই নেইকো জুতো।
মনের বন্ধন যাকে চায়,তাকে কেন পায় না?
মনের ভাঙা আয়নাতে,তাকে দেখা যায় না।
সব আমারই ভুলের মাসুল,ভুলপথে পথ চলা
সময় পেরিয়ে,কখন চলে গেছে,সেই ছেলে বেলা।