আজও এই পথ চলেছে একই পথে
বদলেছে রঙের বাহার..........
কখনো সাদা কখনো লাল কখনো বা কালো
কখনো ঝরে থাকা পাতা,বুনো গাছপালার দেহ
পিঁপড়ের জনসভার পড়ে থাকা কিছু ডিম
কখনো বা সবুজ ঘাসের সমারোহ,পতিত ফুল
কেউ পা মাড়িয়ে চলে যায় বা বুকে টেনে নেয়
শান্তনা দেবার কেউ নেই,শুধুই চাওয়া পাওয়া
যখন কাঁচা ছিলাম,বর্ষায় ভিজতো আমার দেহ
ভিজে যাওয়া নরম মাটির গন্ধে,কাঁদতে তুমি
আজও কি কাঁদো?চলে চলো ঐ পথে,কে জানে
তোমার তো সুখের দিন,আসছে বসন্ত
পড়ে থাকা ডিমের খোলস আমি,চলে গেছে প্রাণ
ভুলে গেছো সুপ্ত থাকার দিন গুলো..........
ক্ষণিকের সুখ,ভাবিনি আমি জীবন খেলার দপ্তরে
বিঁধেছে কাঁটাতার কাঁটাঝোপ অন্তরে অন্তরে
বদলে গেছো তুমি সুরঞ্জনা,সর্বদাই আনমনা
তোমার নাকি চলে যাওয়ার,পালা এসেছে
যদি ঐ পথে,পথের বাঁকে কোনো দিন হয় দেখা
চিনবে কি এই ঝরে পড়া শুকনো ফুলটাকে
যদি পারো,পা মাড়িয়ে চলে যেও,নতুবা..........
বরফ জমেছে আমার পথে,পথ হয়েছে পিছল
জীবন নদের দাঁড় ভেঁঙেছে,ধরি পদতল।
চাঁদের পাহাড়!নাইকো আলো হৃদ মাঝারে বেসামাল
কলির কেষ্ট নইকো আমি,আপেক্ষিক ক্ষণকাল
আজও এই পথ,চলছে একই পথে
চলছে ধর্ম চলছে কর্ম উচ্ছলিত উন্মাদে
খুজছি মোরা পোড়া মাটি,জীবন গড়ার সম্পদে।