কালবৈশাখীর ঝড়ে কেন,ভাঙল আমার ঘর?
কিসের আশায় বন্ধুরে,আপন হোলো পর।
খড়ের চালে বসতো পাখি,তারাও দিলো আমায় ফাঁকি
কূজন ভরা বিকেল বেলা,নীল আকাশে মেঘের খেলা
চোখের জলে বান ভাসাইয়া,গড়লি নাকি চর
কালবৈশাখীর ঝড়ে কেন,ভাঙল আমার ঘর?
সাধের বাগান জ্বাইলা গিয়ে,চইলা গেলি সুখটা নিয়ে
সুখের মাঝে বিষের খনি,ভুলবো কেমনে তোমায় মণি
কাঁটা লতার ঝোপঝাড়েতে,বিঁধছে কাঁটা অনেকখানি
ভালোবাসা কিসের নেশা,প্রেম কারে কয় নাইবা জানি
প্রেম বর্ষায় ভিজেও এ মন,হয়েছে আজি থর
কালবৈশাখীর ঝড়ে কেন,ভাঙলো আমার ঘর?
লোকে সুধায় থাকিস কোথায়?ঘুরিস কেন হেতা হোথায়?
নাইকো আমার ঘর,এ সংসারে এখন সবাই পর।
মাটির দেওয়াল ভাইঙ্গা গেলো,জীবন শুধুই এলোমেলো
সুখেরই রঙীন ইচ্ছা গুলো,দিয়ে গেলো ফাঁকি
হঠাৎ তুমি চইলা গিয়ে,কি রেখেছ বাকি?
দুঃখের পাহাড় দিয়া বুকে,হইলা কেন পর
কালবৈশাখীর ঝড়ে কেন,ভাঙলো আমার ঘর?
আমার মনের গিটার, কাঁদায় বারেবার
নাইকো সুরের আশা,তোমার মিথ্যা ভালোবাসা
ভালোবাসার মায়াজালে,বন্দী আমার মন
ঝড় বৃষ্টি মেঘলা দিনেও,থাকো সারাক্ষণ ।
কম ছিলো কি ভালোবাসা,এখন প্রমাণ কর
কালবৈশাখীর ঝড়ে কেন,ভাঙলো আমার ঘর?
তোমার ছবি অন্ধ মনে,এঁকেছে ত্রিনয়ন
ক্যানভাসে জ্বলছে দেখ,আমার মনের বন।
পুড়লো প্রেমে ভাঙা হৃদয়,পড়ে রইলো ছাই
বৈশাখেরই উথাল হাওয়ায়,আর তো কিছুই নাই।
মৃত্যু বলে কাছে আয়,মিথ্যা চরাচর
কালবৈশাখীর ঝড়ে কেন,ভাঙলো আমার ঘর?