বয়স বারো কি তেরো,ফুটপাতে থাকা,
আখের রস দশ টাকা,দেব্ নাকি কাকা?
খালি পায়ে ছেলেটা,গায়েতে নোংরা জামা,
গরমে বা বর্ষায়,নাই যে তার কোনো ক্ষমা।
আখের মেশিন ঘুরছে জোরে,ঘুমুরেই শব্দ,
দিন কাটে ফুটপাতেতে,ছেলেবেলা নিস্তদ্ধ।
পড়াশোনার রাস্তা নাই,করে না কোনো পড়া,
এই বয়সেই হাতে তার,পড়েছে কেবল কড়া।
নরম হাতের স্পর্শে,হ্যন্ডেলটা সেই চকমকে,
কাজ না করলে ভাই ,কেবলই কাকা বকে।
কাটা আখ তাকিয়ে থাকে,ভোলা মুখ্ পানে,
জীবনসন্ধায়,উঠেছে বাঁকা চাঁদ,দূর গগনে।
চাঁদ নয় যেন আখ কাটার দা,এমন বাঁকা,
আখের রস দশ টাকা,দেব্ নাকি কাক?
লেবু দিলে বারো টাকা,লেবু লেবু গন্ধ,
কেউ সুধায়না কোনোদিন,তার ভালোমন্দ।
মাথা ভরা চটা চুল,নাইকো তেলের ফোঁটা,
জানো কখনত্ত কেউ,দেয় কিনা ভাই ফোঁটা।
কি দিয়েছে সভ্যসমাজ,সবাই এখন ভদ্র,
এতো গরমে ছাতা নাই,পড়ছে মাথায় রৌদ্র।
কেউ কি ভাবে তার কথা,সম্মুখেতে সবাই,
বড্ড গরম,আখের রস খাওয়াবিরে ভাই?
গড়িয়ে পড়ে মিঠা রস,যেন চোখের পানি,
যতই তার কষ্ট হোক,তবু টানতে হবে ঘানি।
খুব শক্ত আখের ছিবড়া,ঘোরেনা আর চাকা,
আখের রস দশ টাকা,দেব্ নাকি কাকা?