পুরোন বাড়ীর ছাদের কোণে
চাঁদের পংক্তিমালা

ভিজে শাড়ী শুকোয় তারে,  
টুকরো কথার পালা।

ঝোড়ো বাতাস উঠলে পরে ,
উড়িয়ে নেয়ার ভয়

পুরোন বাড়ী নতুন রচে,
স্বপ্ন কতিপয়।