উত্তাল সমুদ্রের গর্জনের মধ্যে
একলা হতে হতে
তোমার কথা মনে পড়ে অবশেষে |

পুড়ে পুড়ে ছাই হয়ে যেতে যেতে
জীবনের কথা মনে পড়ে
ধূমকেতু, তুমি নক্ষত্র হতে পারোনি |

তবু তোমার কথা মনে পড়ে |