ইচ্ছেছিলো , একদিন এক সাতসকালে -
ইচ্ছে করেই - নয়তো হঠাৎ মনের ভূলে,


ফেলবো ছিঁড়ে, তোর পাঠানো চিঠিগুলো,
মুছবো সকল জমিয়ে রাখা স্মৃতিগুলো ,


হারিয়ে যাবো নতুন ওঠা রবির করে -
আবার করে গড়বো জীবন নতুন ভোরে,


কেউ যদি ফের ডাকতে আসে ফিরতে ঘরে -
বলবো আমি হারাতে চাই চিরতরে ,


তাও যদি সে ফেরাতে চায় বায়না ধরে ,
বলবো আমি ফিরবো কেন, কিসের তরে ?


আমি বাপু ঐ পথ আর মাড়াবো না ,
ঐ পথে যে কষ্ট অনেক - আমার চেনা,


ছিলো যে সে আমার সকল বুকটা জুড়ে -
ঘুম ভাঙিয়ে ডাকতো আমায় গানের সুরে,


ঘুম পাড়াতে গাইতো সে গান ঘুমপাড়ানি -
আমার বুকে থাকতো জুড়ে সারাদিন ই ,


এখন যে তার অন‍্য সখায় মন মজেছে -
আমার কথা ভাবতে যে তার বয়েই গেছে,


তাইতো আমি রাগ করেছি তার উপরে -
আমার কথা ভাবলো না এক বারের তরে ?


বুঝলো না সে , তাকে ছাড়া বাঁচবো না আর !
এলো কেন , ইচ্ছে যদি চলেই যাবার ?


সেই সময়ে হঠাৎ শুনি অট্টহাসি
দূর থেকে কে বলছে, তোকেই ভালোবাসি ভালোবাসি !


দেখলাম তোর আমার উপর টানটা কতো ,
তুই আমাকে সত‍্যিই ভালোবাসিস এতো ?


আমি তখন মুচকি হাসি লজ্জা পেয়ে -
চিঠিগুলো লুকিয়ে ফেলি ঝটপটিয়ে ,


বুকের মধ‍্যে জড়িয়ে তারে কান্নাভাসি -
কানে কানে বলি তোকেই আজ ও আমি ভালোবাসি ভালোবাসি ।