পালতোলা তা হতেও পারে, নাওবা হতে পারে-
তুমি যেমন বানাবে সে, সেই রূপটাই ধরে ।
একদা সাদা কাগজ নাও, ঠিক তোমার জীবন যেমন
মাঝামাঝি ভাঁজ করো তা তোমার ইচ্ছে মতন,
আধেক তোমার পরিচিতি পরিবার পরিজন
বাকি আধেক তোমার স্বত্বা, তোমার আপন মন।
দুকোন থেকে ভাঁজ করো ঠিক মাঝবিন্দু ধরে
পরিজন আর স্বত্বা এখন দুভাগ দুপাশ ঘিরে ।
পরিবারের একটা তুমি, অন‍্য বাকি সবজন,
আপনস্বত্বা দুভাগ  পেশা আর নেশা তে এখন
নিচের দুপাশ ভাঁজ করে ঠিক ওপর দিকে দাও
বেড়ে থাকা কোনগুলোকে একটু মুড়ে নাও ।
এবার কাগজ ভাঁজতে হবে ঠিকসে কোনাকুনি
তুমি তো আর একলাটি নেই সংসারী এখনি ,
একটা দিকে বাবা মা আর অন‍্য দিকে বৌ
পরিবারের সবাই আছে, আপন নয় আর কেউ।
ঠিক তেমনি তখন পেশা ছুটবে হুহু করে -
নেশা তোমায় ভেতর থেকে রাখবে টেনে ধরে ।
এবার তোমার দুই আঙুলে ফোলাও খিলির মতন
আপন অস্তিত্ব বাঁচাতে দেখাও তর্জন গর্জন ,
কোনাকুনি আবার মোড়ো সমান সমান করে
রাখতে হবে দুইপা এখন দুই নৌকোর পরে ।
তারপর দাও দুপাশ ধরে আলতো করে টান -
সব সম্পর্ক- ভালোবাসা নিমেষে খানখান ,
তৈরী করলে নৌকা তুমি তোমার মনের মতে -
ভাসাও তোমার নৌকো খানা জীবন নদীর স্রোতে ।
পালতোলা তা হতেও পারে, নাওবা হতে পারে-
তুমি যেমন বানাবে সে, সেই রূপটাই ধরে ।‌।