কাল রাতে সব নাক ডাকিয়ে ঘুমোচ্ছিলে নাকি ?
আকাশজুড়ে কি মহারন , দেখলে নাতো ? পড়লে ফাঁকি ,


কাল মাঝরাত - আন্দাজ ঐ দুটো নাগাদ -
হঠাৎ শুনি মেঘ গুঢ় গুঢ় - ঝম্ ঝমাঝম্ জলপ্রপাত,


হচ্ছে কি তা দেখতে উঠি চিলের ছাতে
ওমা- দেখি ঝগড়া - মেঘ আর তারার সাথে ।


তারাগুলো খাচ্ছে কেবল লুটোপুটি ,
মেঘগুলোতো এদিক ওদিক করছে কেবল ছুটোছুটি,


হঠাৎ দেখি ঝড় উঠলো দখিন কোনে -
একটা তারা আসছে ধেয়ে আমার পানে -


আমার তখন দাঁতকপাটি লাগলো বুঝি
লুকোই কোথা ছাতের মাঝে, সেটাই খুঁজি -


তারার শুনি অনেক আলো রাখবো কোথা !
ভাবতে ভাবতে ঘেমে গেলাম - শুরু হোলো মাথাব‍্যথা -


তারপর তো হঠাৎ দেখি আমার পাশে
শুকতারাটা চুপি চুপি গাটা ঘেঁসে বসলো এসে-


বললো আমায় ফিসফিসিয়ে কানে কানে -
দেখতে পেলে চলছে কি ঐ মেঘে তারায় মাঝগগনে ?


আমি বললাম, দেখছি তবে বুঝঝি নাতো !
মেঘ আর তারা- দুই ই ভালো-তবে কেনো ওদের ঝগড়া এতো ?


শুকতারাটা বললো আমায় - খুব গোপনে -
উত্তরে মেঘ প্রেম করেছে বন্ধু সন্ধ‍্যাতারার সনে,


তাই না শুনে মেঘের রাজা রেগে গেছে তেলে বেগুনে,
বলছে প্রেমে কাজের ক্ষতি, তাই বিয়ে দেবেই এই ফাগুনে ।


তুমিই বলো -বিয়ে হলে মহাকাশের কতো ক্ষতি ?
চলে গেলে শ্বশুরবাড়ী- সন্ধ‍্যেবেলা আকাশে কে জ্বালবে বাতি !


এদিকেতে আকাশে তাই তারায় মেঘে চলছে লড়াই -
সুযোগ বুঝে মেঘ তারারা ভালোবাসার করছে বড়াই -


এসব দেখে আমার খুব ই ভয় ধরেছে মনে মনে ,
তাইতো আমি পালিয়ে এলাম চুপি চুপি তোমার সনে ,


জন্ম থেকেই আমি তোমায় প্রাণের চেয়েও ভালোবাসি ,
তাই ভাবলাম, আর দেরী নয়- এটাই সুযোগ- পালিয়ে আসি ।


শুনে আমি বললাম - শুক,আমার একটা কথা শোনো ,
আমার থেকেও একজন তোমায় বেশী ভালোবাসে তাকি জানো ?


তোমায় আমি তার ই হাতে দেবো তুলে -
আদর করে ভালোবেসে রাখবে তোমায় সে তার কোলে ।


সেই থেকে শুক রয়ে গেছে আমার ঘরে,
ভাবছি কবে আসবে তুমি নিতে তারে -


আসবে যখন সময় রেখো, জমানো সব কথা কবো -
আমার শুক, আমার সুখ- তোমায় দিয়ে নিঃস্ব হবো ।।