অবাধ‍্য প্রেম বাসা বাঁধে শরীরে -
বারবার ছুঁড়ে ফেলি -
ফিরে আসে আরো বার বার ,
প্রত‍্যাখ‍্যান করেও কেন বাঁধা পড়ি আরো !
আমিতো অসুখী নই -
তবে কেন এই অযাচিত আলেয়া -
খুঁজে ফেরে আমার শরীর ?


মনে ভীড় করে আসে অনায়াস কল্পনা -
কলমেতে জেগে ওঠে শব্দের নেশা - অক্ষর - ছন্দ -
চোখে ভাসে অপরূপ শৃঙ্গারশৈলী -
আভরন - আবরন - অনুরাগ- সুশোভন -
কানে বাজে - জয়জয়ন্তীর পকড় -
শরীরে - আলাহিয়া বিলাবলের ওঠা নামা ,
তন্ত্রে মেঘমল্লার এর তান -


এক এক করে , স্বমহিমায় গাঁথা হয় মালা ,
আমি কবি নই -
সারি সারি চয়নিত শব্দের করি গ্ৰন্থন -
মালা গাঁথা মালিনী -
তোমরাই বলো কবিতা -


#######################