রঙ মাখো রঙ মাখো রঙ মাখো সকলে
জীবনটা বিবর্ণ আজ , পান্ডুর দখলে,


ছড়াও হাজার রঙ সাদাকালো জীবনে
যে শিশুটা জন্মেছে অযাচিত কারণে


ছড়াও ছড়াও রঙ বস্তি ও পথেতে
ভাত নেই পেট ভরা কিল চড় লাথিতে,


ছড়াও ছড়াও রঙ রকমারী বাহারী
যেখানেতে ওত পাতে চোদ্দর কিশোরী


ছড়াও ছড়াও রঙ আশমানি আকাশে
অনিকেত যারা যেন বৃষ্টিতে না ভাসে,


ছড়াও ছড়াও রঙ বাঁয়ে আর ডাইনে
ধর্ষনকারী যেন সাজা পায় আইনে


ছড়াও ছড়াও রঙ কারখানা আপিসে
বেকার ছেলেটা যেন মরে নাকো হতাশে


ছড়াও ছড়াও রঙ মগজে ও মননে
সাম‍্যবাদের গান স্বপনে ও শয়ানে


ছড়াও ছড়াও রঙ শিক্ষার দুয়ারে
ধর্মের সুড়সুড়ি স্থান তার কবরে


ছড়াও ছড়াও রঙ ঘুনধরা সমাজে
হিংসা নিপাত যাক শান্তিরা বিরাজে


রঙ মাখো রঙ মাখো রঙ মাখো সকলে
তিক্ত অতীতকাল উপড়াও সমূলে


রঙ মাখো রঙ মাখো এসো রঙ মাখি আজ
রঙীন স্বপ্ন নিয়ে বাঁচাবোই এ সমাজ ।।.