মন্দ আমায় বলে বলুক লোকে
মন্দ ? সেতো ভালোর সাথেই জোড়া,
কাঁটা ওলা ডাল যদি না থাকে ,
যায় কি বাঁধা , গোলাপ ফুলের তোড়া ?


কালো আমায় বলে বলুক সবাই ,
কালো ? সেতো সাদার মতোই নামী ,
কৃষ্ণ কালো, কালো আমার কালী
কালো টাকা ? সেতো সাদার চেয়েও দামি।


পাগল আমায় ভাবে ভাবুক লোকে,
পাগল ? সেতো উর্ধে উঠে ধায়,
পাগলা হাওয়া, পাগলপারা নদী
রবিঠাকুর পাগলার ই গান গায় ।


দুঃখী আমায় জানে জানুক ওরা,
দুঃখ ? তার তো সুখের ঘরেই বাস,
দুঃখ আমায় ভেঙে আবার গড়ে,
সুখ দুঃখে গাঁথা বারোমাস ।


গরীব আমায় বলে বলুক লোকে,
গরীব ? সেতো ধনীর পিছে পিছে,
তুই যে আমার সাত রাজার ধন মানিক
আমার মতো বাদশা কজন আছে ?


লোকে আমায় যা বলে তা বলুক,
তাতে আমার কিই বা আসে যায়,
তুই তো আমার নিত‍্য জীয়নকাঠি,
পার্থিব সুখ তাই মাখিনা গায় ।


সবাই আমায় বলে বলুক যা তা,
আমার সকল আছে , ওদের নেই,
তাই আমি কান দিই না ওদের কথায়,
ডুব দিই তোর ভালোবাসাতেই ।।