সংবিধানের ধারাগুলো সবগুলো কি কাজ করে ?
মাঠে ঘাটে বোকাগুলোর সারাদিন ই ঘাম ঝরে,
                 তেল ভরা থাক মেশিনে ,
                 হাত ধুয়ে নে বেসিনে ,
থামলে চাকা আন ব‍্যাটাদের কান টেনে আর ঘাড় ধরে।


উঠলে জ্বলে ভিসুভিয়াস, তোমার আমার নেই ক্ষতি ?
আগুন নিয়ে খেলতে হলে মানতে হবে সদগতি !
                টাকরা জিবে বাজুক গান ,
                দুই পা পিছে আগুয়ান ,
সভ‍্যমানুষ পরিচয় আর জলাঞ্জলির বদমতি ।


ফতে আলি পাত পেড়ে দেয় , পাচন গ্ৰন্থি হাঁফ ছাড়ে ,
ধেরো খাতায় বাড়ছে লাইন , সালতামামির ফাঁদ ঘরে,
                 তাম্বুলে ঠোঁট রাঙা যে
                 ঢেঁকুড় ওঠে আওয়াজে,
পেট চিড়ে তা প্রসব হবে , দশমাস দশদিন পরে ।


মগজমারির অঙ্ক ঘোরে, জানতে বড় ইচ্ছে হয় -
ইকনমিক্স , এরিথমেটিক, এ্যালজাবড়া সূত্রময়,
                   এ প্লাস বি হোলকিউবে
                   বেবি হোলো টেষ্টটিউবে
ই ইকুয়াল এম সি স্কোয়ার , ব‍্যখ‍্যাটাযে গোলোকময় ।


প‍্যাডেল ঘোরাও বাড়বে বল আর বাড়বে ব‍্যালেন্স ক্রেডিটঘর
হিসেব কষে মাথা গুনে দেখে শুনে ডেবিট কর ,
                     গলতা হিসেবনিকেশে
                     ডাকবো নাকি ব‍্যোমকেশে,
জমাখরচ বড় বালাই ফিতে লাগাই ব‍্যগটা ধর ।
                  
টিকিটকেটে ধরলাম ট্রেন, লোকাল যাবে বর্ধমান
কোথাও কোনো নেইকো নোটিশ, পান্ডুয়াতে থামলো যান
                       অযাচিত পানিশমেন্ট
                       কাকে জানাই কম্লিমেন্ট
বড়ো বড়ো কেস লড়ছে ক্রেতা সুরক্ষা কমিশন ।