রাত জেগে এক নৌকা আঁকি, কাল ভাসাবো জলে
তিরতিরিয়ে বইবে তরী চলবে হেলেদুলে,
সেই নৌকায় ভরে দেবো আমার সকল ধন
সুখদূঃখ কান্নাহাসি , আমার হৃদয় মন
পিছন পিছন ছুটবো আমি সেই নৌকার পিছে
যদি কোথাও আটকে পড়ে কোনো গাছের নিচে !
সাবধানেতে আনবো তাকে তার পুরানো ধারায়
দেখতে হবে কেমন করে কোন ঘাটে সে দাঁড়ায়,
যেই ঘাটেতে ভিড়বে আমার স্বপ্ন বোঝাই তরী
সেই পাড়েতেই খুঁজে পাবো আমার মনের বাড়ি,
যত্ন করে রাখবি রে মন তরী তোর ই বুকে
বের করে তায় করবি আদর আপন মনের সুখে
জানিস আমার সকল আমি ঐ তরীতেই আছে
নিঃস্ব করে হৃদয় আমার দিলাম তোর ই কাছে,
তোকে ছাড়া শূন্য আমি রিক্ত আজীবন
ইচ্ছাসুখের বাঁচা মনের অনিচ্ছা মরণ ।