তোকে পাওয়ার থেকে না পাওয়াটাই ভালো -
পাবো পাবো সেটায় অনেক সুখ,
পাবো যখন হারাবে নাপাওয়া,
ছাড়তে আবার ভাঙবে পাঁজর বুক।


তোকে দেখার থেকে না দেখাটাই ভালো -
দেখতে পাওয়ার আশায় বাঁচে মন,
দেখলে মেটে দুচোখ ভরা খিদে,
পলক ভুলে দুচোখে প্লাবন।


তোকে ছোঁয়ার থেকে না ছোঁয়াটাই ভালো -
ভয় করে, তোর আঘাত লাগে যদি ?
চোখ বুজে তোর গন্ধে ভরাই বুক,
মন হয়ে যায় জোয়ার জাগা নদী।


তোকে ভাবার থেকে না ভাবাটাই ভালো -
ভুলি সকল নিত‍্য দিনের কাজ,
মনের মাঝে ঘর বেঁধেছিস তুই,
কেমন যেন পাগল পাগল আজ !


ভালো বাসার থেকে না বাসাটাই ভালো -
ভালোবাসায় কষ্ট আসে আগে,
তবু, তোর আদরেই ঘুমায় পাগল মন,
সকাল হলে তোর ডাকেতেই জাগে ।।