আমার দুর্গা জন্ম নিয়েছে শস‍্য শ‍্যামলা বঙ্গে
জন্ম থেকেই বাড়তে শিখেছে একে অপরের সঙ্গে,


আমার দুর্গা হাঁটি হাঁটি পা অঙ্গণ ওয়াড়ী ক্লাসে
আমার দুর্গা কাঁদতে জানে, আমার দুর্গা হাসে


আমার দুর্গা এক্কা দোক্কা বৌ বসন্তে বুড়ি
আমার দুর্গা চু কিৎ কিৎ জোড়া পায়ে লাফদড়ি,


আমার দুর্গা লুকোচুরি খেলে বটের শাখায় দোলে
আমার দুর্গা রুমাল চুরি সাপ লুডো হিল্লোলে ,


আমার দুর্গা স্কুল পাশ করে কলেজের ক‍্যাম্পাসে
আমার দুর্গা স্বাধীন ভাবে বাঁচতেই ভালোবাসে ,


আমার দুর্গা কবিতা লেখে লেখে প্রবন্ধ গল্প
আমার দুর্গা গান গায় আর নাচতেও জানে অল্প ,


আমার দুর্গা ধারক বাহক সুস্হ সংস্কৃতি
আমার দুর্গা উদার মানসী মননেতে সংহতি ,


আমার দুর্গা ফেলে আসা দিন যত্নে লালন করে
সংসার সুখ বন্ধন আঁকে শুধু তার মতো গড়ে,


আমার দুর্গা যৌবনবতী পরিপূর্ণতা চায়
আমার দুর্গা স্বপ্ন সাজিয়ে মুখ দেখে আয়নায়,


আমার দুর্গা স্বপ্ন গাঁথে হবে প্রিয় সুগৃহিনী ,
কখনও ভাবেনি সংসার মোহে হতে হবে বন্দিনী


আমার দুর্গা আজকে বন্দী সংসার কারাগারে
আমার দুর্গা প্রতি রাতে রোজ একটু একটু মরে,


আমার দুর্গা সংসার পেতে গৃহ নাগপাশে বন্দী
স্বাধীনতা পেতে প্রাণপন লড়ে মুক্তির অভিসন্ধি ,


আমার দুর্গা ফুঁসছে ভিতরে রাগে অভিমানী ক্ষোভে
যেদিন চোখেতে জ্বলবে আগুন সেদিন কোথায় যাবে !


সোনার খাঁচার মালিক যে আছো শুনছো কি পেতে কান
আমার দুর্গা চায় স্বাধীনতা মুক্তির সম্মান ,


আমার দুর্গা বাঁচতে শিখেছে এই বাংলার বুকে
চলতে শিখেছে একপা একপা সাহসেতে বুক ঠুকে,


তাকে যদি আর বন্দী রেখেছো তোমাদের বাহুবলে
লাগলো আগুন সামাল সামাল সবকিছু গেল জ্বলে


আমার দুর্গা স্বাধীন আজকে বাজছে শঙ্খধ্বনি
আমার দুর্গার বন্দী মুক্তির এই সে সন্ধিক্ষণ ই ,


আমার দুর্গা বন্দেমাতরম গায় আজ গলা ছেড়ে
আমার দুর্গা প্রতিটি উঠোনে তেরঙ্গা হয়ে ওড়ে ।