মগ্ন মনে লগ্ন মেনে কাব‍্য আঁকি চিন্তনে
ভগ্ন হৃদয় বিঘ্ন ঘটায়, সজল আঁখি ক্রন্দনে ।
পূর্ণশশী বাজায় বাঁশী রাখাল রাজা কদম্বে
রাইকিশোরী গোপনারী জুটলো সেথা সদম্ভে ।
দোলায় চরণ রাধারমন অমল বদন কৌতুকে
গোপিনীরা আত্মহারা রঙ্গ বিলায় যৌতুকে ।
পূর্ণ রাকা যায় যে দেখা মধুসূদন হাস‍্যমুখ
রাধারানী প্রাণগোপিনী হস্তে ঢাকে লজ্জাসুখ ।
বংশীবদন হাস‍্যবদন বাজায় সুখে বংশী তার
দম্ভ ভরা গোপিনীরা সেই সুরেতে আত্মহার ।
ধেনু সকল ভাঙলো আগল শূন‍্য গোয়াল ব্রজধাম
আসলো ছুটে রশি টুটে অন্তরেতে কৃষ্ণনাম ।
কানাই কালো ছড়ায় আলো মুক্তমনে দোলায় কেশ
রাতের পাখি উঠলো ডাকি ভাবলো মনে রাত্রিশেষ ।
কদম শাখায় কুসুম ছড়ায় বিলায় সুবাস আনন্দে
গগন তলে মেঘের কোলে জোৎস্না খেলে সানন্দে ‌।
পূর্ণচন্দ্র রয় অতন্দ্র সাক্ষী থাকে সেই ক্ষনের
আমার রাধা কাঁদায় সদা কাকে বলি দুখ মনের ।।