আজি ফুটিলো সকলি কুঞ্জে কুসুম পিয়া চলে অভিসারে
চকিত চাহনি মেলে ইতিউতি পাছে কেহ দ‍্যাখে তারে


মন নাহি তারি কোনো কাজে আজি ডাকিছে শ‍্যামের বাঁশী
শুধুই ভাবনা কখন সমুখে দাঁড়াইবে কানু আসি


শৃঙ্গার তারি আহা মরি মরি সবি যে উল্টো ধরনে
আলতা রাঙানো ওষ্ঠযূগল অঞ্জন লাগিছে চরণে


চন্দন চর্চিত সীমন্তখানি সিন্দুর মাখিছে গালে
কুমকুমে রাঙা আঁখিপল্লব ভুসামসি মাখিভালে


আধেক কেশেতে বাঁধিয়াছে বেণী আধেক উড়িছে হাওয়ায়
আধেক বসনে ঢাকিয়াছে দেহ আধেক লুটিছে ধুলায়


গলেতে না পরি কুন্দমালা রাখিছে স্কন্ধপরে
চরনের শোভা পদমলখানি টায়রা টিকুলি করে


থমকি থমকি চলিতেছে পথে যেমতি উদাসী বালা
দুইপা আগায় একপা পিছায় এমতি সে পথ চলা


পূর্ণিমা রাত পূর্ণচন্দ্র ঢালিতেছে সুধা জ‍্যোতি
এমতি সে রাতে পিয়া চলে যেন অলস গজেন্দ্র গতি


বাতাস বহিছে অতি সুমধুর পিয়া চলে অভিসারে
মিলিবে আজিকে শ‍্যামরাই গোপাল গোবিন্দ মুকুন্দসরে


অতি হীনজন অভাজন আমি না পারি বর্ণিতে তারে
করজোরে তাই মাগিনু ভিক্ষা - ক্ষমা কর সবে  মোরে ।।