সেদিন খুব বৃষ্টি হয়েছিলো,
মেঘলা আকাশে ছিলোনা কোনো তারা -
দাদুর দাদুরী তারস্বরে দিচ্ছিলো মিলনের ডাক -
গাছের ডালগুলো নুয়ে পড়েছিলো ভেজা পাতার ভারে -
বৃষ্টি কতো ভারী -
সেদিন খুব বৃষ্টি হয়েছিলো,


সেদিন খুব বৃষ্টি হয়েছিলো,
ঝিঁঝিপোকাগুলো লুকিয়ে একটানা ডেকে চলেছিলো -
অন্ধকারের নিস্তব্ধতা খানখান করে -
মুখ লুকানো নদীটাও হয়ে উঠেছিলো খরস্রোতা -
কুলুকুলু ডাক ছেড়ে - বইছিলো কলকল স্বরে
বৃষ্টি সব পারে -
সেদিন খুব বৃষ্টি হয়েছিলো,


সেদিন খুব বৃষ্টি হয়েছিলো,
কালোয়াতি ওস্তাদ- বেহাগ ছেড়ে -
সুর পাল্টে - ধরেছিলো মেঘমাল্লারের গম্ভীর আলাপ -
হঠাৎ পাল্টেছিলো বাতাসের রেশ -
শিরশিরে ভিজে বাতাস - বইছিলো শনশন করে- হাড় কাঁপিয়ে -
বৃষ্টি সব পারে -
সেদিন খুব বৃষ্টি হয়েছিলো,


সেদিন খুব বৃষ্টি হয়েছিলো,
পাড়ার বখাটে গুলো -
তাড়াতাড়ি ঘরমুখো হয়েছিলো -
ভিজে রকে বসার জায়গা না পেয়ে -
স্ট্রিটলাইটগুলো নিভে গিয়েছিলো ঝুপঝাপ সর্টসার্কিটে -
বৃষ্টি সব পারে -
সেদিন খুব বৃষ্টি হয়েছিলো,


সেদিন খুব বৃষ্টি হয়েছিলো,
ষোড়সী উর্মী - দরজা দুহাট করে -
ঘর থেকে বেরিয়ে - নেমে এসেছিলো ভিজে উঠোনে -
দুহাত ছড়িয়ে চরকিপাকে গুনগুনিয়ে গাইছিলো বর্ষার গান -
ভিজে মাটিতে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিলো তার চরণচিহ্ন -
বৃষ্টি সব পারে -
সেদিন খুব বৃষ্টি হয়েছিলো,


সেদিন খুব বৃষ্টি হয়েছিলো,
খোলা জানলার গ্ৰিল ধরে -
উৎসুক চোখে তুই তাকিয়েছিলিস রাস্তার দিকে -
হয়তো খুঁজছিলিস আমাকে - অন্ধকারে -
মোমবাতির আলোয় - মুখখানা তোর - মোহময়ী হয়ে উঠেছিলো -
অপূর্ব সে আলো - অপূর্ব সে রূপ -আমি বিমোহিত -
বৃষ্টি সব পারে -
সেদিন খুব বৃষ্টি হয়েছিলো,


সেদিন খুব বৃষ্টি হয়েছিলো,
চারিদিক শুনশান -
বুকফাটা কান্নাটা বুকে চেপে রেখে -
বেরিয়েছিলো নিশ্চুপ হাহাকার - আর্তনাদ -
দূচোখের পাতা ভারী হয়ে উঠেছিলো -
বৃষ্টি নেমেছিলো চোখে - অঝর ধারায় -
সেদিন ই প্রথম বুঝলাম - প্রেমের অপমৃত্যুর যন্ত্রনা -
বেকারত্বের জ্বালা - স্বজন হারানোর শোক -
বৃষ্টি সব পারে -
সেদিন খুব বৃষ্টি হয়েছিলো ।।
#########################