জননী জন্মভূমিশ্চ সর্গাদপি গরিয়সী -


আমার মেয়েটা প্রতি ভোর রাতে,
বনগাঁ লোকাল ধরে
কাঁখেতে নিয়ে চালের বস্তা
শহরে বাজারে ঘোরে ,


আমার মেয়েটা ইট নিয়ে মাথে
রাজমিস্ত্রীর জোগাড়ে
পুরুষের সাথে দিচ্ছে পাল্লা
ইঞ্চি ইঞ্চি কড়াড়ে ,


আমার মেয়েটা ধরেছে কাস্তে
আমন ধানের মাঠে
সমানে সমানে শ্রমটক্বর
হাটে মাঠে ঘাটে বাটে ,


আমার মেয়েটা স্লোগানে স্লোগানে
ব্রিগেড ভরাতে আসে
অনেক দুঃখ ঢাকা দিয়ে বুকে
প্রাণ খুলে তবু হাসে ,


আমার মেয়েটা আধপেটা খেয়ে
অন্যকে খাওয়াতে জানে
তবু প্রতিদিন জলে ভরে চোখ
গঞ্জনা অপমানে ,


আমার মেয়েটা স্কুলেতে টিচার
কলেজেতে প্রফেসার
মাসমাইনেতে সমান যদিও
নেই তাতে অধিকার ,


আমার মেয়েটা পেটের জ্বালায়
এখনো শরীর বেচে
সমাজের যত নোংরা কলুষ
তার ই দেহে জমে আছে ,


আমার মেয়েটা সদাই ত্রস্ত
বাইরে এবং ঘরে
নেই তার তবু কোনো স্বীকৃতি
ত্যাগ মাথা কুটে মরে ,


আমার মেয়েটা সবার জন্যে
সঁপে তার জান প্রাণ
মুখ বুজে সব মাথা পেতে সয়
চায়নাকো প্রতিদান ,


আমার মেয়েটা শরীর জুড়াতে
পুরুষের কামনা
গর্ভে লালিত বংশেরধারা
প্রসব যন্ত্রনা ,


আমার মেয়েটা কখনো মা সাজে
কখনো স্ত্রী বা কন্যা
কখনো দুর্গা কমলে কামিনী
কখনো অগ্নিবন্যা ,


আমার মেয়েটা তন্বী তরুনী
শস‍্য শ‍্যামলা বঙ্গে
বুকে নিয়ে প্রেম প্রতিদিন বাঁচে
মৃত্যুভয়ের সঙ্গে ,


আমার মেয়েটা অস্ত্র ধরেছে
বাঁচতে এবং বাঁচাতে
চলতে শিখেছে নিজেই নিজের
ছন্দ মাত্রা তালেতে ,


আমার মেয়েটা আছে তাই এই
পৃথিবীটা আজো আছে
তোমরা সবাই অশেষ ঋণী
আমার মেয়ের কাছে ,


আমার মেয়েটা আছে জেনো সারা
স্বর্গ মর্ত‍্য জুড়ে
আমার মেয়েটা যুগ যুগ ধরে
সতত বিরাজ করে ।


###################