*** কষ্টশীতের নষ্টছড়া ***
                                    " তন্ময় "


শীতটা কেনো যে আসে - বুঝেও তা বুঝিনি ,
রাস্তায় দাঁড়িয়ে ঠায় - হাড়ে ধরে কাঁপুনি ,
তোর দেখা পাবার আশায় - তোদের এই গলিতে -
ঢং ঢং বাজলো দশটা - রায়েদের ঘড়িতে ,


ছেলে হওয়া কি ঝামেলা বুঝছি তা হাড়ে হাড়ে -
এবার নিমোনিয়া হবে - শুধু তোর প্রেমে পড়ে ,
তোদের এই বাড়ীর সব বুড়ো বুড়ি বৎস -
আমার কাছেতে তারা - এক একটা কংস ,


ছাড়তে পারেনা তোকে সন্ধ‍্যেতে একলা ?
আমি কি বাঘ না ভালুক - নাকি ভাবে ক‍্যাংলা !
তোকে কতো ভালোবাসি - সেটা যদি বুঝতো ,
আমায় আদর করে - ঘরে ডেকে আনতো ,


আমার বাবাটা দেখি - এক বুড়ো বিচ্ছু ,
ছেলেটা যে বড় হোলো - বোঝে না তা কিচ্ছু ,
সন্ধ‍্যে হোলেই দেবে - দরজায় তালা খিল -
কালকে ছড়লো হাঁটু - টপকাতে এ পাঁচিল ,


মহুয়া নামটা তোর রেখেছে যে শুধুমুধু -
যখন শিখলি কথা - মুখেতে দেয়নি মধু ?
সক্কলে ভাবে তোর - মুখেতে মিষ্টি কথা ,
মিষ্টি না ছাই - শুধুই অন্তরে দিস্ ব্যথা ,


কাকলিটাই ভালো ছিলো - করতো সে কিচিমিচি,
রাগলে নাটক কতো - কাঁদতো সে মিছিমিছি ,
একদিন হঠাৎ দেখি - বাড়ীতে বিরাট গেট -
বিয়ে হোলো বড় ঘরে - আমাকেও দিলো ভেট ,


কদিন বাদেই আর - আসবে নতুন সাল -
কপালেতে লেখা আছে - ফিরবে আমার হাল ,
এবার হিল্লে হবে - প্রাইমারী প্যানেলে -
বলছে টিচার নেবে - সব টিভি চ‍্যানেলে ,


হয়তো ভেতর থেকে - কেউ ঠুকে দেবে কেস্ -
হাজার টাকাটা হায় - জলে যাবে শেষমেশ ,
ঐ টাকা যাবে জানি - পার্টির তহবিলে -
ভাবছি লেখাবো নাম - দাদা আর দিদির দলে ,


দেখবো তোকে একটিবার - শীতেও রোমকুপ খাড়া
Please জানলা খুলে  - মুখটা একটু বাড়া -
খুব ঠান্ডা - হাত পা অসাড় - ঠান্ডা যে শিরদাঁড়া -
পায়ে পড়ি - একবার - জানলাটা খুলে দাঁড়া ।।


#####################$#$####