*** অবাক অতীতপান ***
                              ** তন্ময় **


যাচ্ছিলাম মেমারী আজ, আপ বর্ধমানে ,
ব্যান্ডেল থেকে এক ঠাকুমা উঠে পড়লেন ট্রেনে ,
হাতে লাঠি- একটা ব্যাগ - কুব্জ‍্য বয়স ভারে -
একা একা ঠকঠকিয়ে - বসলেন জানলার ধারে ,
শুভ্র বসন- শুভ্র কেশ - হাসি মাখা মুখ -
নেই চশমা - নেই ক্লান্তি - নেই কোনো অসুখ ,
আদিবাড়ী শ্যামনগর - যাবেন ওরগ্ৰামে -
থাকে সেথায়-স্নেহের ভাইপো - চেনে সব এক নামে,


অবাক হয়ে জিজ্ঞেস করলাম - ঠাকমা, তুমি একা ?
বললো হেসে- একা নয়তো কি - আমি কি কচি খোকা ?
ছেলেরা সব ব্যস্ত কাজে - সময় কি তাদের আছে !
আমার খুবি মন টেনেছে - যাবো ভাইপোর কাছে ,
ভালোবাসে আমায় খুবি- আমার দাদার ছেলে -
দিন চার পাঁচ কাটিয়ে আসি - নিজেরগুলো ফেলে ,


আমার মনে একটা প্রশ্ন খাচ্ছিল ঘুরপাক -
কতো বয়েস হবে ঠাকমার - নেহাত আশিটাক !
বলেই ফেললাম - ঠাকমা তোমার বয়েস সঠিক কতো ?
ফোকলা দাঁতে ঠাকমা বলে - ১০৩ এর মতো ,
১৯১৪ য় জন্ম আমার - ৯ বছরে বিয়ে -
সুখেই আছি দুই ছেলে বৌ, নাতি পুতি নিয়ে ,
ক্ষুদিরামের ফাঁসি দেখেছি - নেতাজীর ভাষন -
চারিদিকে কি অত্যাচার - ব্রিটিশের শাসন ,


আরো অনেক কথা বললেন - উত্তেজনায় ঠাসা -
মুসলমানের বিবি সেজে বর্ডার পেরিয়ে আসা ,
দু পয়সা তেলের সের আর ছ টাকা ভরি সোনা-
শুনে আমি হাসবো নাকি যাবো পাগলখানা !
ওনার জীবনকথা শুনতে লাগছিলো খুব খাসা -
সুখকে আমরা বৃথাই খুঁজি - মনেই সুখের বাসা ,


শ্যামনগরের বাড়ীতে যাবার করলো নিমন্ত্রন -
সত্যি কতো আন্তরিকতা - কতো সরল মন ,
জানতে চাইলো আমার কথা - নাম ধাম আর বাড়ী-
হাত ঠেকিয়ে মাথায় দিলো আশীর্বাদ এক কাঁড়ী ,
মেমারী যেই এসে গেলো - এবার বিদায় ক্ষন -
দুচোখ ভরে হোলো আমার - ভারতমা দর্শন ।।


#####$######################