*** নারী স্বাধীনতা ***
                             ** তন্ময় **


এই মেয়েটা মেলায় যাবি ?
কিনবি কাচের চুড়ি !
লাল নীল আর রঙবাহারী
গয়না মনোহারী !
এই মেয়েটা - ওঠনা রে -
তোকে পুতুল কিনে দেবো -
দ্যাখ -ঐ যে খেলাম বাটি -
তোর জন্যে নেবো ?
এই মে-য়ে- টা চোখ মেলনা -
দেখনা আমার পানে -
স্কুল যাবিনা ? সাইকেল টা তোর
পড়ে যে ঐ খানে !


এই মেয়েটা, ওঠনা বাবা -
একটু কথা বল -
ভাল্লাগেনা রোজ রোজ তোর
এক ই খেলার ছল ,
এই মেয়েটা - তোর শরীরে
রক্তবন্যা ক‍্যানো ?
শরীরটা তোর খুব ঠান্ডা -
দমবন্ধ য্যানো !
জামার বুকের বোতাম ছেঁড়া-
আঁচড় কামড় ভরা -
ছোট্ট শরীর - খুব কষ্ট - না রে ?
মুখ অভিমান করা !


এই মেয়েটা- বলনা কথা,
ফিসফিসিয়ে বল -
আমার ঘরেও একটা আছে -
তোর ই অবিকল ,
তুই তো আছিস প্রতি ঘরে -
প্রতি উঠোনেই -
যারা তোর এই করলো দশা -
তাদের ঘরে নেই ?


এই মেয়েটা বলবি নাতো -
কথা আমার সাথে ?
তোর এই দেহ টাঙিয়ে দোবো -
প্রতি ঘরের ছাতে -
তেরঙ্গা তে শরীর মুড়ে -
উড়বি হাওয়ার সাথে -
এই মেয়েটা - ধরবি আকাশ -
স্বাধীনতার প্রাতে ---।।


####$#$#$