ওসব ফালতু কথা লিখে কি হবে!
সোও দেখি বালিশ পেতে,আমার পাশে
মুগ্ধতায় ভরিয়ে দেব,নিশুতি রাতে...
ওসব গাল গল্প ছাড়ো তো এই প্রাতে
থলিটা নিয়ে যাও আজ হাটে
কুমড়ো,চালতা,লাউ,পুঁই­শাক...
আর মাছ এনো তাড়াতাড়ি
রাঁধতে হবে নুন হলুদ দিয়ে কষে...
গিন্নি বলে কানা কুমড়ো,ছেঁদো পুঁই
ঠিক তোমার মতো,কতটুকু রাখি,
ফেলি যে বেশী তার চেয়ে
বাজারটাও করতে শেখো বুঝলে!
শুধু কবিতা লিখলে হবে..
যত সব কানা-খোঁড়া কবি,
কাব্য লিখে শেষ বেলায়-
কি রেখে যাবে সংসারের সুখে!
ছানা পোনা কি ভিক্ষে চা'বে প্রকাশকের কাছে ?
জুটবেনা নিজের পথ্য টুকুও কবিতা লিখে
চোখ মুদে,হা হয়ে রইলে যে পড়ে
কি রেখেছো,কি জমিয়েছো ?
যা তোমার মুখে আজ দেব আমি গুঁজে।।