বন্ধুর ডাকে,সাড়া যখন আসে
মুগ্ধ এ প্রাণ,তৃপ্তির বন্যায় ভাসে।
এসো ওগো,আরো এসো কাছে
মন যদি, ভুলে যায় কভু পাছে!


প্রেম-প্রীতির সবুজ আঙ্গুর লতার ডোরে
জড়িয়ে নিয়ো আমায়,তোমার হৃদয় পুরে।
আসা যাওয়ার খেলা, খেলে জীবন মরণ
কবির কবিতা,মনের ছবিটা, রেখো স্মরণ।


ভুল যদি কভু হয়,হয় ওগো অজান্তে
কবর দিয়ো তাকে মনেরও অপ্রান্তে
ভুল করে ভুল ধরে যদি করি বিভ্রান্ত
জেনো,আমি'ই অধম তুমি যে অভ্রান্ত।


তোমার ভালোবাসা যত্নে রাখি সংগোপনে
শ্রদ্ধার সফেদ গোলাপ রাখি তব চরণে
মন মনোহর যবে দেবে দেহকে ফাঁকি
বলবো না আর কক্ষনো,কেউ আছো নাকি?