দীন আমি-
নতজানু তব অঙ্গনে ওগো
ভিক্ষার ঝুলি লয়ে আজি
চাইতেছি করজোড়ে,
দাওনা এক টুকরো আলো
ওগো কিশোরী চাঁদ।
সত্যি,তুমি কি ভীষণ কৃপণ!
বুঝেনিতো আগে এই মন,
মোর লাগি এক কণা ফোটন
করিতেছো দান-
তোমার ঐ অগাধ ভান্ডার হতে।
তবু তাতে পায় না তো দুঃখ
হাসি মুখে করি গো বরণ;
চায় না হৃদয়ের আঙ্গিনায়
অকৃত্রিম আলোর নাচন।
প্রেমিকার ভালোবাসা ভাবিয়া
রাখিবো কোহিনূর করিয়া
হৃদয় রাজ্যে তোমার সেই দান;
সস্নেহে,আবেগে,মুগ্ধ বাতায়নে।।