অর্ন্তবাহিনী লুনী নদীও বিলীন হয় দেশমাতার বুকে
ঐক্যের জমিনে আবাদী হয় যে হিংসা ভোটে-ঘোঁটে
সহবস্থানের খোয়াব যেন দিগন্তরেখার বিহঙ্গের ন্যায়
দূর বহুদূরে উড়ে চলে,অধরা যে থাকে সে যুগে যুগে
জিইয়ে রাখে বিভেদ, চেতনে-অবচেতনে ধর্মে-কর্মে!


আকাশ ও সমুদ্র অবস্থান করে আছে কতো দূর-সুদূরে
তবু বিভেদের তুফান নেই, প্রেমের নীল রঙ ধরে সুখে!
মানব অরণ্যে কোনো পার্থক্য তো দেখিনা দেহ অবয়বে
তবে মিথ্যে বাঁধ কেন তৈরী করো বিভেদের কাঁটাতারে!
ঐক্যের সবুজ ছাতা ধরে আছে ধরণী কত শত আশায়
ছাঁয়ায় মানুষ নেই,ধূর্ত শেয়াল গর্ত কেটে বাঁধছে বাঁসা।