কবর থেকে উঠে এলাম একা নারী আমি হুজুর,
তোমার কাছে মেলে দিতে করবোনা কোনো কসুর।
মৃতার আবার রং আছে ! গেরুয়া নাকি সবুজ ?
ধর্ষণে ধর্ম, জীবিত কি'বা মৃত হয়নাকো বাধা,
যত বাধা শুধু মানবতায়।
অবলা নারী আমি অচীন দূর দেশের, আমার সব মেশিনারি-
এখন আরো নিখুঁত ও টাইট,
তুমি নাকি চালাও ধর্মের হাল এক্কেবারে রাইট ।
ত্যাগের বসন পরে কে তুমি ভোগী ?
দেশকে বানাতে চাও ক্যান্সারের রোগী ।
দাও, দাও চাপিয়ে তোমার অশুভ শরীরের বোঝা,
শীতল শরীর যায় যাক গলে মেটাও তোমার রাক্ষুসে ক্ষুধা।
গোগ্রাসে গিলুক ভক্তকুল তোমার ফতোয়ার সূধা।
ISIS চাই জীবিত ক্রন্দনময় বিষাদের সুরে
তুমি চাও মৃত ! ঝামেলা থেকে বহু দূরে।
ছিঃ কি তোমার রুচি ?
শুনে মোর হৃদয়ের ঘুচে যায় শুচি।
শকুনিরা বিদ্বেষে মাথা ঠুকে আঁড়ে
আর তুমি অধম গাও গান , এই পবিত্র জম্বুদ্বীপে।
তুমি যে জাত শকুনি সুজন ভুলবে কোন সুখে।
যেদিন করবে ধর্ষণ আমায় কবরে খুঁজবে পার্থিব আরাম,
জেনে রেখো সেই দিন-মানবতাটা হয়ে যাবে হারাম।
তোমায় যারা বাহাবা দেয়,শিশ্নে জোগায় শক্তি
মেখে নিয়ো মুখে মৃত ডিম্বানুর রক্তকরবী ভক্তি!