একক সংগ্রামে,একক চেষ্টায় মাতৃ গর্ভে পেয়েছি ঠাঁই
ঘনঘোর গর্ভ গৃহে ছিলোনা আলো,ছিলোনা মুক্ত বাতায়ন
নিরুপায় অসহায় প্রাণ কম্পিত হয়েছিলো কত অজানা ভয়ে
প্রস্ফুটিত হওয়ার তাগিদে বাধ্য হয়ে শিখেছি কত কারিকুরি
সেদিন কেউ ছিলোনা সহায় আমার।


একাই এসেছি,একাই কেঁদেছি অচেনা এই ভুবন মাঝারে
আমার প্রথম কান্নার ধ্বনি প্রতিধ্বনিত হয়নি কারও হৃদয়ে
আনন্দ-রাগের হাসিতে মুখরিত হয়েছিলো আকাশ-বাতাস
আমার চোখের জলের মর্ম স্বয়ং মা'ও বুঝেনি!
সেদিন কেউ ছিলোনা সমব্যথী আমার।


তাই যাবার বেলায় করেছি পণ সংগোপনে মনেপ্রাণে
ঝরবে'না আর অশ্রুজল,চোখের পাতা হতে খসে
দৃষ্টি আমার রাখবো এবার নিথর করে অসীম পানে
একাই যাবো,আমার শেষ ঠিকানায়,কাঁদবোনা আর কক্ষনো
প্রথম কাঁদার অভিজ্ঞতা অনেক কিছু শিক্ষা দিয়েছে আমায়!


যাবার বেলায় আমিও-
তোমাদের অশ্রুজলের সাথী হতে ভীষণ অপরাগ!
ক্ষমা করো আমায় হে ধূসর পৃথিবী! ক্ষমা করো।