দল বল।দল বদল
ডুমুর থেকে তরমুজ
ভিতর তবু লাল!
বাইরের আভূষণ সবুজ।
গঙ্গা ফড়িং আজ
লম্বা ঠ্যাঙ্গে এক লাফ
পদ্ম পুকুরে।
গাঙ শালিকের ভয়
চোখে মুখে ডরায়।
পুকুর পাড়ে নেড়ি
মগ্ন মনে ,ভগ্ন বুকে
বড়ো পদ্মের দিকে
অপলকে চেয়ে;
নিঃশ্বাসে অবিশ্বাস
আজ তার,
সহসায় গেয়ে ওঠে
গেয়ে ওঠে শ্বাশত দুঃখে
হায় ! দিন তো গেল
সন্ধ্যা ঘনিয়ে এলো
আমার সুখ কখন
আসবে বলো।
খারমান ফুলের গন্ধে
গোবরে পোকারা উন্মত্ত।