ব্রাহ্মণ দ্রোহীতার ভয় ক্ষয় করলাম
বন্ধু বিয়োগের ভয় জয় করলাম।
এড়িয়ে যাওয়ার প্রবণতা ?
বরণ করলাম।
সত্য অন্বেষণের প্রচেষ্টা,
অবজ্ঞা করতে পারলাম না !
শাক দিয়ে মাছ ঢাকা ,
আমার কর্ম নই।
আমিতো প্রিয়ই হতে চাইনা
মিথ্যাকে প্রশ্রয় দিয়ে।
সত্য কথন কইবো দিবারাত্রি
তুমি মিথ্যার মায়া চন্দনে দেবতা হও
আমি না হয় অশুর বেশেই থাকি
অতন্দ্র প্রহরায় কলম হাতে।
তুমি ঘুমাও মিথ্যালাপে মুখ ঢেকে সুখে
আমি জেগে থাকি অশুর বেশেই...
তোমার পছন্দ,অপছন্দ ও অবজ্ঞা !
থোড়াই কেয়ার করি,
আমার দুঃখ,যন্ত্রণাগুলো
প্রকাশ করতে পেরেই
আমি সদা থাকি খুশি,
এই বেশ ভালো আছি।