বিশ্বাসের কাছে বিজ্ঞানের যুক্তি ভীষণ অসহায়
অন্ধের চোখে তীব্র আলো কত বড়ো নিরুপায়!
নিজের ঘাড়ে খড়্গ পড়ার স্বপ্নে,লাগে বড়ো ভয়
অন্যের গর্দনে চললে পরে,দেখি শেষটা কি হয়!


বিচ্ছিন্ন ঘটনা অবিশ্রান্ত ভাবে দেশের ভিতর ঘটে
সহবস্থানের গ্রীন সিগন্যাল,কীট দাঁত উঁচিয়ে কাটে!
কীটনাশক স্প্রেতে ভ্রুক্ষেপ নেই'ত রাজার মোটে
হয়তো ওরা সব জৈব অস্ত্র,লাগবে কাজে ভোটে!


প্রদেশে প্রদেশে বিদ্বেষের কাঁটা বাড়ছে যে সুখে
হিন্দি-বাংলার দ্বন্দ্বে,বাঙাল ঘরছাড়া হয় দুখে!
দুঃর্খ সুখের গল্প করে স্নান করতাম এক ঘাটে
বিভেদের অগ্নিধোঁয়া হঠাৎ ডুকলো কোন ফাঁকে!


খড়ের চালের ছিদ্র বেয়ে জল ছিটকে পড়ে ভাতে
মন্দির মসজিদে মার্বেল পাথর বসছে এক সাথে
সবুজ-গেরুয়া-সাদা সহবস্থানে উড়ছে রে পতপত
কাল পেঁচারা অন্ধকার রাতে ডাকছে যে পুঁতপুঁত!