খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ, বড় নাই কিছু আর,
এ বিধান ভেদিয়া উঠিল জাগিয়া শ্রেনীর পারাবার।
কোন সে চ্যালা করিল প্রভেদ গোষ্ঠীর মাত্রা,
অথচ একই রূপে মানুষের এই ধরায় যাত্রা।
কে সৃজিল গোষ্ঠী-জ্ঞাতি ভিন্ন-ভিন্ন জাতি?
সাম্য ভুলিয়া কিসের নেশায় এত মাতামাতি?  
উঁচুজাত তাহার ধনের তেজে উড়ছে অম্বরে,
পতির পীড়নে নিচু জাতের ক্রন্দন শুনি অগোচরে।
কে করে ভিন্ন শ্রেনী-গোত্র, উঁচু-নিচু আবার,
ভেদা-ভেদ হীন সকলে মানুষ সৃষ্টিতে খোদার।
অলীক ভাবিয়া মত্ত হিংসুটে করে উল্লাস,
নশ্বর এ ভূ-তে পাইয়াছে অবোধ সুখের স্বর্গবাস!
শান্তি কোথায় শান্তি খুঁজি শান্তির দ্বার কোথায় ?
শান্তি আছে ন্যায়ের দুয়ারে, সাম্য আছে যেথায়।
শ্রেণীর প্রাচীর ভাঙিয়া আনিব সবার অধিকার
সাম্যের জয়ে চূর্ণ করিব উঁচু নিচুর আঁধার।
মানুষের জন্য মানুষ করিব সবাই সাম্যের পণ,
নিন্দি তাহারে ইহাতে তফাৎ করিল যেই জন।