রাতের আকাশ তারায় ভরা জোছনা মাখা বিধু,
হারিয়ে যেতে ইচ্ছে করে ভাবছি তোমায় শুধু।
পরীর সাথে যাব উড়ে মেঘের ভেলায় ভেসে,
তেপান্তরের মাঠ পেরিয়ে রূপকথার ওই দেশে।
হেথায় গিয়ে বাঁধব বাসা রূপকাহিনীর দেশে,
সাজাব তোমায় নব সাঁঝে রাঙাব নব বেশে।
চাঁদের আলোয় চাঁদমুখ তায় ছড়াবে জোছনা,
মিটিয়ে নেবে ক্ষনদা তাহার আলোর তৃষ্ণা।
দেখব তোমায় মুগ্ধ হয়ে চাঁদের জোছনায়,
হারিয়ে যাব নীল আকাশে দু'জন দু'জনায়।