'ফুল' তুমি কি আমার হবে কোনোদিন,
ঘুঁচবে কি ব্যাথা থামবে কি বেদনার বীণ?
মনের নীড়ে প্রদীপ জ্বেলে আছি অপেক্ষায়,
আর কতকাল থাকবো বল এই প্রতিক্ষায়।
কল্পনার পাথারে বহুবার বহুরূপে সাজিয়ে,
শত-সহস্র স্বপ্ন এঁকেছি ক্যানভাসে গুছিয়ে।
কখনও বিভোর থাকি তোমাতে ভাবনায়,
কখনও হারিয়ে অতলে প্রেমর আঙ্গিনায়।
যেখানে কেউ নেই, শুধুই আমরা দু'জনে,
খেয়াল ফিরলে হাসিতে মাতি মনে-মনে।
শোন হে প্রিয়তম মোর, বলছি তোমায়,
আমি তোমাকে চাই অমর ভালোবাসায়।
তোমাকে চাই এই জীবনের থরে-বিথরে,
তোমাকে চাই দিবস-রজনী, বছর-যুগ ধরে।
এসো হে ফুল সঙ্গী হবে এসো প্রেমের ভুবনে,
স্বপ্নপুরীর দেশে চলো প্রেমের জাল বুনে।
এসো হে 'ফুল' ছায়া হবে মোর হৃদয়ের নীড়ে,
স্নেহ মায়ার বাঁধনে সেথা রাখবো সদা ঘিরে।